• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৫:২৯
  • ১০৩ বার দেখা হয়েছে

দুইদিনব্যাপী বাল্যবিবাহ ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দুইদিনব্যাপী বাল্যবিবাহ ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লেংগাবাজারে দুদিনব্যাপী মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও ইভটিজিং বিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার রাতে শেষ হয়েছে। দুইদিনের অনুষ্ঠানে বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন। 

স্থানীয় আইডিয়াল কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক, লব্ধপ্রতিষ্ঠ আইনজীবী অ্যাড. সিরাজুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি, বাচিক শিল্পী দেবাশীষ দাশ দেবু, স্বনামধন্য ফটোসাংবাদিক কুদ্দুস আলম, কবি-সাংবাদিক রজতকান্তি বর্মন ও আদিবাসী- বাঙালি নেতা গোলাম রব্বানী মুসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ টিআইএম মিজানুর রহমান। সাংবাদিক ময়নুল ইসলাম এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে গাইবান্ধা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নূর-এ হাবীব টিটন ও বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি, কুড়িগ্রামের প্রতিষ্ঠাতা ও সভাপতি ভূপতি ভূষণ বর্মাকে সম্মাননা দেয়া হয়। নূর এ হাবীব টিটনের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর ছোট ভাই রায়হানুল হাবীব সিপার। ‘তিস্তা পাড়ের কন্যা’ সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাওয়াইয়া গান পরিবেশন করে মুগ্ধ করেন ভূপতি ভূষণ বর্মা, কল্যাণ শীল, রহিমা বেগম, তাপসী রাণী, সুরভী রাণী, মদন মোহন রায়, স্বরূপ বর্মা, ভারতের রাম কুমার বর্মণ প্রমুখ।  

এর আগে সকালের পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলার নির্বাহী অফিসার শরীফুল আলম অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লেংগাবাজার বামা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম, আয়োজক ময়নুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন আইডিয়াল কলেজের শিক্ষক অশোক সাহা। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নাচ, নাটিকা, কবিতা আবৃত্তি পরিবেশন করে। বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে ব্যাপক প্রশংসা কুড়ায়। 

উল্লেখ্য, সোমবার সকালে ‘কালো ছায়াকে পরাভূত করে এসো আলোকময় দ্যুতি ছড়াই‘ এই স্লোগানে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং বিরোধী স্কুল কলেজের শিক্ষার্থীদের দুদিনব্যাপী সচেতনতামূলক অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন।

কলেজ অধ্যক্ষ টি আই এম মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিশেষ অতিথি কবি সরোজ দেব, অতিরিক্ত পুলিশ সুপার ইলিয়াস জিকু, লক্ষ্মীপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, জেলা শিক্ষা অফিসারের পক্ষে কামরুল হাসান, নারী নেত্রী রিকতু প্রসাদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান, ডিবি ওসি মোখলেছুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী প্রামাণিক গিনি প্রমুখ। 
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়